জামায়াতে যোগদান করা নতুন সদস্যরা বলেন, আমরা এতদিন না জেনে ভুল পথে ছিলাম। বিএনপি মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়, কিন্তু জামায়াতে ইসলামী আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে। তাই আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে চাই।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের মানুষ এমন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে থাকবে না কোনো অন্যায়, অনাচার, দখল, চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণের মতো কদাচার।
এখন বাংলাদেশের ক্ষমতায় যে যাবে, তাকেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে উল্লেখ করে আখতার বলেন, যে দলই সরকারে যাক না কেন, তাদের জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। জনগণের কাছে সরকারকে তার প্রত্যেকটি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
ইসলামের বিজয় কখনো শুধুমাত্র সংখ্যার উপর নির্ভর করে আসেনি। ঈমানী চেতনা, শাহাদাতের তামান্না, নীতি আদর্শ, অদম্য সাহস আর গুণগত মান ঠিক থাকলে সংখ্যা যাই হোক না কেন যেকোন অসম যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। বদর যুদ্ধ তার একটি উদাহরণ।